বাংলাদেশ

প্রাচ্যের অক্সফোর্ডে কেন নেই একটি হুইল চেয়ার?

মা তার প্রতিবন্ধী ছেলেকে কোলে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে নিয়ে গেছে। ফেসবুক মানবতাবাদীদের চোখ ছলছল হয়েছে এটা দেখে। তারা মায়ের উচ্চতা, ত্যাগ, ভালবাসা, চরম মাতৃত্বের নতুন করে গুনগান গেয়েছে। আরে পৃথিবীর জন্ম থেকেইতো মায়ের এই ভালবাসা আছে। বেকুবদের কেউ প্রশ্ন তোলেনি, এই একবিংশ শতাব্দীতে একজন মা কেন তার ৫৫ কেজি ওজনের ছেলেকে কোলে নিয়ে যাবেন? “প্রাচ্যের অক্সফোর্ডে’ কেন থাকবেনা কিছু হুইল চেয়ার? জ্ঞান চর্চার অনুপিস্থিতির সাথে তাদের চিন্তার ক্ষমতাও লুপ্ত হয়ে গেছে?