একান্ত ভাবনা

মানবতা হলো সকল ধর্ম-বর্ণ-লিঙ্গের ঊর্ধ্বে

সমকামীদের আমাদের প্রশাসন অপরাধী মনে করে, কিন্তু সমকামী হওয়া কোন অপরাধ নয়। এটি শরীর বৃত্তীয় একটা স্বাভাবিক প্রক্রিয়া।

সমাজে হিজড়া সমপ্রদায় যেমন আছে তেমনি সমকামী সমপ্রদায়ও আছে যারা জন্ম থেকেই বিপরীত লিংগের প্রতি আকর্ষন অনুভব করেনা; নীজ লিংগের প্রতি আকর্ষন অনুভব করে ! তাদের এ বৈশিষ্ট্য চিকিৎসা বিজ্ঞানের মতে কোন অসুস্থতা নয়। সামাজিক কুসংস্কারের কারনে সমাজে এদের ঘৃনা করা হয়, এদের জোর করে সমাজচ্যুত করা হয়। যেহেতু তাদের এই বৈশিষটেরে কারনে তারা নিজেরা দায়ি নয় আর যেহেতু এই সম্প্রদায়ের  লোকেরা হেটেরোসেক্সুয়াল সম্প্রদায়ের মতই সমাজে লেখা-পড়া, ব্যবসা-বানিজ্য সহ গুরুও্ব পূর্ণ কাজ করছে তাই সমাজে তাদের ডিসক্রিমিনেশন না করার জন্যে মানবতাবাদী বাদি সংগঠন গুলো সোচ্চার হয়েছে ! মানবতা হল সকল ধর্মের উপরে, বর্ণ-লিঙ্গ ধর্মের মাপকাঠিতে মানুষের বিচার চলে না।

আজ ভারতের সুপ্রিমকোর্ট সেদেশের গে বা সমকামী বিবাহের বা এক সাথে বসবাসের বৈধতা দিয়ে রায় প্রদান করেছে। সেই সাথে ৩৭৭ নং সেকশন রহিত করেছে। এটা ভারত ও ভারতের বাইরে যারা সমকামীদের আইনানুগ বৈধতা ও অধিকার নিয়ে কাজ ও আন্দোলন করছে তাদের জন্য নি:সন্দেহে যুগান্তকারী পদক্ষেপ।

তবে আমাদের দেশে এখনো সমকামীদের নোংরা চোখেই দেখা হয়। কে সমকামী, কে অসমকামী, কে কার সাথে যৌন সংসর্গ করবে, তা নিয়ে অন্য মানুষের এত আগ্রহ কেন বুঝি না! আসলে, এই ধরণের নাক গলানো মানুষরা যৌন হতাশায় ভোগে; বেচারারা নিজেরা তৃপ্ত হয় না, তাই অন্যদের ব্যাক্তিগত কর্মে বাগড়া বসায়। সমকামিতাই হোক কিংবা, অসমকামিতা; ধর্ষণ, ধোঁকাবাজি, চিটিং না হলে, সে নিয়ে সমাজ বা, অন্য মানুষের মাথা ঘামানোর অধিকার নেই।