আমার ব্লগে আপনাদের স্বাগতম। আমি তাশনুভা, নিজেকে একজন উদার ও মুক্তমনা পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করি। বেশ কিছুদিন ধরে সমকামিতা নিয়ে ভিন্ন চিন্তায় কাজ ও লেখালেখি করছি। এই ব্লগে পাবলিশ করা সকল প্রবন্ধগুলো একান্তই আমার ব্যক্তিগত মতামত কিংবা দর্শন। আপনার মতের সাথে আমার নাই মিলতে পারে, যেমনটা আমার চিন্তাধারা অন্য দশটা মেয়ের চেয়ে খানিকটা ভিন্ন, তাই ভিন্নমত গ্রহণ ও বোঝার ক্ষমতা থাকলে আপনাকে অভিনন্দন জানাবো, তবে গালিগালাজ কিংবা কটূক্তি করলে মোটেও প্রশংসার পাত্র হবেন না। আপনার ভালো লাগা, খারাপ লাগা – সব ধরনেরই মন্তব্য করতে পারেন, তবে শালীন ভাষায়। ধন্যবাদ।
[siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]