একান্ত ভাবনাএলজিবিটিবাংলাদেশসমকামীদের অধিকার

The People who voted against #LGBTQ Rigths, shame on you!

জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে সমকামীদের মৃর্ত্যুদন্ডের পক্ষে বাংলাদেশ ভোট দিয়েছে। আপনি কি অবাক হয়েছেন? আমি অবাক হইনি। এটাই খুব স্বাভাবিক। বাংলাদেশের জন্য এ ভোট মোটের ওপরে বেশি ঠিকাছে।

তোমরা মুড়ি খাও!
হায় রে জনগণ-
আইজ বুঝবি না, বুঝবি কাইল
পাছা থাপড়াইবি আর পারবি গাইল!!!

বলা বাহুল্য: বাংলাদেশ এখনো সমকামী বিষয়ে বৃটিশ আইন অনুসরণ করে, যদিও স্বয়ং ইংল্যান্ডে সমকামী বিষয়ে আইন বদলে ফেলা হয়েছে অনেক আগেই। কিন্তু সমগ্র পৃথিবী যখন সামনের দিকে এগিয়ে চলে, তখন সৌদিকে অনুসরণ করা দেশগুলো পেছনের দিকে যায়।
বিশ্বের বিভিন্ন দেশের মত বাংলাদেশেও সমকামিতা একটি শাস্তিযোগ্য অপরাধ। বাংলাদেশে সমকামিতার জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড না হলেও দণ্ডবিধির ৩৭৭ ধারা সমকামিতাকে অপরাধ হিসাবে গন্য করে সর্বোচ্চ যাবতজ্জীবন ও সর্বনিম্ন দশ বছরের সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড আরোপ করেছে।

আপনার সন্তান আত্ম-পরিচয় গোপন করে মরে যাক, তাতে কি? সমকামী বলে পরিচয় দিয়ে বংশের মান-ইজ্জত তো নষ্ট করবে না।
আত্মহত্যা করলে করুক! এমন কুলাঙ্গার পরিবারে থাকার চেয়ে না থাকা ভাল! এক কাজ করেন, আপনার সন্তানকে জন্মানোর সঙ্গে সঙ্গে জিগ্যেস করেন, তুই কি ভবিষ্যতে সমকামীহবি? আগেই বল, না বললে ভবিষ্যতে আমরা তোকে মৃত্যুর মুখে ঠেলে দিবো। গলা কাটবো নয় আগুনে পুড়িয়ে মারবো।
একটি সত্যি কথা বলি চাচা-চাচী আর ভোটদাতাগণ! আপনার সন্তানের সবচেয়ে বড় দোষ হলো, সে আপনার ঘরে জন্ম নিয়েছে, সে বাংলাদেশে জন্মগ্রহণ করেছে। সে সংখ্যালঘু! প্রকৃতিতে ১০% প্রাণী মাত্র সমকামী। হিসেব করে দেখেছেন, ১৭ কোটি মানুষের দেশে ১০% সমকামীর সংখ্যাটা ঠিক কত?
আসলে এসব কথা এত খোলামেলা বলতে নেই। আল্লাহ পাপ দিবে, ভগবানে উল্টা লটকাবে। সাবধান!
খুব ভাল! এবার জয়-বাংলা বলে আগে বাড়ো!